বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জে ইয়াবাসহ এক যুবক আটক মানিকগঞ্জবাসীর হৃদয়ে অমলিন মানবিক জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান মানিকগঞ্জে সাংবাদিকদের নিয়ে “অপসংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শিবালয়ে ৭৮০০ কৃষকের মাঝে সার ও সরিষা বীজ বিতরণ শিবালয়ে অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-অপরাধের হার হ্রাস, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক মানিকগঞ্জে নবীন-প্রবীণ মিলন মেলা ২০২৫-খেলাধুলা ও আনন্দে মুখরিত দিন মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক মোঃ সেন্টু

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার পাচ্ছে ৩০ লাখ করে টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার পাচ্ছে ৩০ লাখ করে টাকা
ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা করে পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শফিকুল আলম জানান, নিহতদের পরিবারকে চলতি ও আগামী অর্থবছরে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হবে।

প্রেসসচিব জানান, অভ্যুত্থানে আহতরা তিনটি ক্যাটাগরিতে টাকা পাবেন।

অতি গুরুতর আহতরা পাবেন ৫ লাখ, গুরুতররা ৩ লাখ এবং কম আহতরা পাবেন ১ লাখ করে টাকা। পাশাপাশি মাসিক ভাতাসহ সরকারি সব সুবিধা পাবেন তারা। ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসিক ভাতা ২০ হাজার টাকা করে দেয়া হবে।

‘বি’ ক্যাটাগরিদের ৩ লাখ টাকা এবং মাসিক ভাতা ১৫ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিদের এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া যেসব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি-চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান শফিকুল আলম।

সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালায় প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার জানান, প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ শতাংশ কার্ড প্রদান করা হবে। তবে সেটা ১৫টার বেশি নয়।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768