বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জে ইয়াবাসহ এক যুবক আটক মানিকগঞ্জবাসীর হৃদয়ে অমলিন মানবিক জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান মানিকগঞ্জে সাংবাদিকদের নিয়ে “অপসংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শিবালয়ে ৭৮০০ কৃষকের মাঝে সার ও সরিষা বীজ বিতরণ শিবালয়ে অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-অপরাধের হার হ্রাস, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক মানিকগঞ্জে নবীন-প্রবীণ মিলন মেলা ২০২৫-খেলাধুলা ও আনন্দে মুখরিত দিন মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক মোঃ সেন্টু

ডাকাতের গুলিতে আহত ৪, গণপিটুনিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পঠিত
ডাকাতের গুলিতে আহত ৪, গণপিটুনিতে নিহত ২
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতদলের এলোপাথাড়ি গুলিতে, আহত হয়েছেন অন্তত ৪ জন। পরে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেছে দুই ডাকাতের।

মাদারীপুরের রাজারচরে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধে পালানোর সময়, শরীয়তপুরে ধরা পরে তারা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতদল হানা দিলে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোটে করে পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের আটক করে। এসময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আহত হন বেশ কয়েকজন। পরে ডাকাতদলের ৭ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ডাকাতদের ছোড়া গুলিতে আহত দুজন সদর হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, ডাকাত দলের ছোড়া গুলিতে আহতরা হলেন- শরীয়তপুরের পালং থানার ডোমসার মোল্লা কান্দি এলাকার দলিল উদ্দিনের ছেলে তোতা মিয়া (৩৫), পিরোজপুরের ভান্ডারিয়ার জয়নাল মিয়ার ছেলে বাল্কহেড শ্রমিক মাসুম মিয়া (৩০), একই জেলার নাজিরপুর উপজেলার কালিকাঠী এলাকার আনিস ফকিরের ছেলে বাল্কহেড শ্রমিক আলামিনসহ (১৯) ডাকাতদের ছোড়া গুলিতে পাঁচজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শরিয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে সাতজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768